এরই নাম জীবন-১ ---------------------------- (ছোট গল্প)
লিখেছেন লিখেছেন আশা নিয়ে বেঁচে আছি ১১ মে, ২০১৫, ০৬:৫৫:০২ সন্ধ্যা
সেই ছোট বেলা থেকে দেখে আসা কিছু নিয়ম, রীতি আজও রয়ে গেল ছোট জীবন টাতে। মানুষ বাঁচার জন্য খায় নাকি খাওয়ার জন্য বেচে আছে এ প্রশ্ন করা কখনো হয়নি জয়ন্ত কে। তবুও ছুটে চলা আহারের খোঁজে। নিজের জন্য, অভুক্ত পরিবারের জন্য, অব্যক্ত প্রেমিকার মুখে হাসি ফোটানোর জন্য। এইযে ছুটে চলা সব কিছুই কারো না কারো জন্য।নিজের জন্য জয়ন্ত কখন ও কিছু করেনি এ দাবি করার শক্তি আজ ও হয়নি।কারন দাবি করার ব্যক্তি তার জীবনে আসেনি। সেই যে কবে বায়না করে কার কাছে কি নিয়েছে তার তো হিসেব করা হয়নি। আসলে বায়না করবে কার কাছে সেটাই তো জানেনা সে।(চলবে)
বিষয়: সাহিত্য
১০৭৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি নতুন ব্লগার আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা
মন্তব্য করতে লগইন করুন